Header Ads

টাইটেল দেখেই নিশ্চয়ই অবাক হচ্ছেন ? হ্যা ভাই এটাই সত্য। আর আপনার ফোন হ্যাং করবে না। কিছু সেটিংস এর পরিবর্তন শুধু । আমি স্ক্রিন সর্টের সাথে কিছু কথাও রাখছি আশা করি চিরতরে মুক্তি পাবেন ফোন হ্যাং থেকে।
চলুন শুরু করা যাক।

ধাপ ১ঃ আপনার ফোনের সেটিংস এ যান। এরপর Software Information এ ক্লিক করুন। 

ধাপ ২ঃ Build Number অপশনটিতে ৪/৫ টি ক্লিক করুন। ৪-৫ বার Build Number ক্লিক করলে ডেবলপার অপশন আসবে । 

ধাপ তিনঃ Developer অপশনে ক্লিক করে নিচে যান . Limit Background Processes No করে দিন। 

ধাপ ৪ঃ আবার ডেবলপার অপশনে যান এরপর নিচে আসুন ।

এরপর স্ক্রিন শট দেখুন সবচেয়ে ভালো হবে। 




এনিমেশন অফ করে দিন



পোষ্ট ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন ।  আমাদের Youtube চ্যানেল টি গুরে আসতে পারেন। [full_width]


No comments

Please Do Not Spam

Powered by Blogger.