মোবাইল চোরকে ধরুন খুব সহজেই। ফোনের লোকেশন ট্র্যাক করুন
আজ আমরা দেখবো কিভাবে চুরি বা হারিয়ে যাওয়া ফোনের লোকেশন বের করবেন।
আগেই বলে নেই এই পোষ্টটি শাওমি ফোন উইসার দের জন্য।
এই কাজের জন্য আপনার ফোনে Mi Account যুক্ত থাকতে হবে।
ধরুন সেটি আপনার ফোনে Add করা ছিল এমত অবাস্থায় ফোনটি হারিয়ে গেছে। এখন কি করবেন?
প্রথমে i.mi.com এখানে যান।
তারপর আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
Find Device এ Click করুুন।
Mi Account |
google maps |
হারিয়ে যাওয়া ফোনের লোকেশন |
Location এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।
দেখুন লোকেশন দেখাচ্ছে।
No comments
Please Do Not Spam