Header Ads

এই শহরে

আপনি যদি রাত্রীচারী হন তবে যেতে পারেন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে। কেননা নর্দান আলাস্কার একটি শহরে ৬৫ দিন কিংবা দুই মাস দেখা মিলবে না সূর্যের   । ২৪ ঘণ্টাই রাতের আবহ থাকবে ওই শহরে, যাকে বলা হয়  'পোলার নাইট'।




আলাস্কার এই শহরটির নাম উটকিয়াগভিক। স্থানীয়রা একে ডাকেন বারোউ নামে। এই শহরে মাত্র ৪ হাজার মানুষের বসবাস।

এই শহরে গত রবিবার সর্বশেষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা গেছে। আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত আর সূর্য উদিত হবে না এখানে।

মার্কিন আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যেসব স্থানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সূর্যোদয় হয় না সেসব এলাকায় ‘পোলার নাইট’ একটি প্রচলিত পরিভাষা।

জোনস বলেন, এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন।



সূত্র: সিএনএন

No comments

Please Do Not Spam

Powered by Blogger.