ডিজিটাল হাজিরার খুটিনাটি
এটেন্ডেন্স ডিভাইস সেট করুন একদম সহজে - How To Setup an Attendance Device
Digital Attendace System |
এই পোষ্টের মূল বিষয়, কিভাবে একটি হাজিরা মেশিন সেট করতে হয়। এবং তা থেকে খুব সহজে রিপোর্ট পাওয়া যায়। আর ডিভাইসের দাম কত আনুমানিক ।
চলুন দেখা যাক কি কি ডিভাইস আছে বাজারে ঃ
মার্কেটে বহু ডিভাইস আছে তার মধ্যে কিছু ডিভাইস আছে যা অতি অল্প দামে কেনা যায় । তার মদ্যে অন্যতম,
- Access Control ZKT-k40-দামঃ ৮০০০/= (1Hour Battary Backup)
- Access Control Zkt-f25 - দাম ঃ ১২০০০/=
- Access Control ZKT-f18, দামঃ ৯০০০/=
- Granding T-8 10,000/= (1Hour Battary Backup)
এবার আসা যাক এর সুবিধা কিকি পাবে স্কুল ঃ
প্রথমত এর সুবিধা শিক্ষকদের জবাব দিহিতা কমে যাবে । বিদ্যালয়ের মান উন্নয়নে অন্যতম ভুমিকা রাখবে। প্রথম ভাবে অনেকেই ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে।
এখানে ।
রিপোর্ট কি কি পাবে
- ইন টাইম-আউট টাইম সহ রিপোর্ট,
- সাপ্তাহিক দৈনিক রিপোর্ট
- মাস বা বছর শেষে অন্যতম সামারি রিপোর্ট মূহুর্তেই পাবে।
কিভাবে সেটাপ করতে হবে?
প্রথমেই ডিভাইসের সাথে দেয়া সিডি তি ইন্সটল দিতে হবে। টাইম অনুযায়ি সেটাপ করতে কবে কখন হাজিরা দেয়া শুরু এবং কখন শেষ। সাপ্তাহিক বন্ধের দিন আছে কি না । এরপর হাজিরা মেশিনে ADD User থেকে ইউজার এড করতে হবে । FP অপশন থেকে ফিঙ্গার প্রিন্ট তিন বার ভেরিফাই করে সেভ করতে হবে ।
এইবার আরো কাজ আছে, Zkt সফট্বয়ারটি অপ্পেন করতে হবে । এবং ডিভাইসের মেনুতে COMM অপশনে থাকা ডিভাইস আইপি টি বসাতে হবে Device Edit এ গিয়ে । এখন কানেক্ট অপশন এ ক্লিক করে কানেক্ট দিন আর রিপোর্ট নিন । বিস্তারিত আরো ভালো ভাবে বোঝতে নিচের দেয়া ভিডিওটি অবশ্যই দেখুন ।
No comments
Please Do Not Spam