Header Ads

এখনই শেষ সময় - কয়েকশ ডলারের UDEMY প্রিমিয়াম কোর্স ফ্রিতে নিন - Get Free Udemy COURSES FREE 

COVID-19 এর এই লক-ডাউনে  নিজেকে ঝালিয়ে নিন- এবার   আপনার বোরিং সময় কাটুক শিখতে শিখতে ।

udemy free courses



COVID-19 হোম কোয়ারান্টিনের মাধ্যমে আপনাকে সহায়তা করতে বেশ বড় বড় অনলাইন ট্রেনিং প্রতিষ্ঠান গুলোও আপনার পাশে।  পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বিনামূল্যে বিশেষ বড় বড় কোর্স ফ্রি দিচ্ছে udemy , pluralsight, coursera , bohubrihi , এর মত প্রতিষ্ঠান  । 

 আমাদের এই কঠিন তম সময়টাকে কাজে লাগাতে এবং ঘরে থাকার আহবানে এই ট্রেইনারদের এই প্রচেষ্টা । ত বে এই কোর্সগোলু নিতে হবে আপনা কে নির্দিষ্ট সময়ের মধ্যেই । যেখানে SEO, Photoshop, Business, Make Money Online এর মত ফ্রি ট্রেইনিং, বিজনেস রিলেটেড অনেক কোর্সও আছে সেখানে। 

এই সময়টাকে যেন আমরা অবহেলায় হারিয়ে না ফেলি। তাই সবাই কট্রিবিউশন করছে । আমাদের অনেকেই আছি শুধু শুধু ইউটিউব দেখে, মুভি দেখে সময় পার করছি । অথবা বাহিরে আড্ডা দিতে যাচ্ছি । এ সময়টাকে হেলায় নষ্ট না করে আমরা কোর্স গোলো ফ্রিতে করে নিতে পারি । 


চলুন জেনে নেয়া যাক কোর্স গোলু কি কি ? 


প্রথমেই আসছি UDEMY COURSE এ ঃ  UDEMY বর্তমানে সবচাইতে বড় অনলাইন ট্রেনিং প্লাটফর্ম । যেখানে কোটি কোটি টাকার কোর্স রয়েছে । এখানে যে কোন ধরনের কোর্স পাওয়া যায় । 

ফ্রি তে টোটাল Total Courses: 181 পাব ঃ  যার সব গুলোই পেইড ভার্সনের ।

ফ্রিতে কোর্স গোলু পেতে লিঙ্কে ক্লিক করুন ।

Pluralsight, coursera , bohubrihi ,
 ভয় নেই, এটা কোন স্পামিং লিঙ্ক নয় ।

ভালো লাগলে কমেন্ট অবশ্যই ।

দয়া করে বাড়িতে থাকুন এবং সুরক্ষিত থাকুন।
STAY HOME. SKILL UP.

#STAY HOME     AND SKILL UP.


3 comments:

Please Do Not Spam

Powered by Blogger.