Header Ads

নিয়ে নিন এবার স্বাধিন মাস্টার কার্ড কোন রকম চার্জ ছাড়াই।  

ফ্রিল্যান্সারদের জন্য  স্বাধীন” কার্ড  খুব দরকারি একটি কার্ড । আর এখন কার্ড়টি পেতে অনেকেই আগ্রহি। কিন্তু যথাযথ তথ্যের জন্য পাচ্ছেন না অনেকেই এই কার্ড। যাই হোক এবার আমি বলছি কিভাবে নিবেন এই কার্ড।




প্রথমেই বলে নিই কি কি লাগবে কার্ডটি পেতে?

১। আপনার ভোটার আইডি কার্ডের ফটো কপি।
২। ২ কপি ছবি (সদ্য তোলা)
৩। TIN সার্টিফিকেট/ ট্যাক্স রিটার্ন কপি ( এটি খুব সহজেই রেজিঃ করা যাবে অনলাইনেই)
৪।  যে কোন মার্কেট প্লেস ID নম্বর/ পেমেন্ট রিসিভ কপি/ ফ্রীলান্সিং নিশ্চিত করা কাগজ পত্র । যে কোন, তাছাড়া কোন পেমেন্ট প্রোফ ও লাগবে না। আপনি চাইলে ফাইবার বা আপওয়ার্কের একটি একাউন্ট খুলেও একটা প্রিন্ট নিতে পারেন ।

৫। পূরণকৃত কার্ড আবেদন পত্র (যেইটা ব্যাংক ই দিবে আপনাকে)


এবার আসি  স্বাধীন কার্ডের সুবিধা কি?


  • ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন খুব সহজেই।
  • ব্যক্তি এবং কোম্পানি উভয় নামে এই কার্ড ব্যবহার করা যাবে।
  • অর্জিত বৈদেশিক টাকার ৭০% পর্যন্ত  কার্ডে রেখে দেয়ার সুবিধা যার মাধ্যমে অনলাইন বা ই-কমার্স লেনদেন করার সুযোগ থাকছে।
  • দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন এবং পেমেন্ট সুবিধা পাবেন।
  • ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ এবং আন্তর্জাতিক) কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত যা, ডাটা সিকিউরিটি এনশিওর করবে।
  • টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার ট্রানজেকশনে ফ্রি SMS এলার্ট


২৪ ঘন্টা কল সেন্টার ১৬২০৫ সার্ভিস তো আছেই !!!




3 comments:

Please Do Not Spam

Powered by Blogger.